ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রকাশনার সময়: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৩ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩৭

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান ও উখারিয়াবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে একটি ট্রাক মধুপুরের দিকে যাচ্ছিলো। এসময় বাঘিল এলাকায় পৌঁছালে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এসময় অটোতে থাকা আরও ৩ জন যাত্রী আহত হয়।

খবর পেয়ে ধনবাড়ী থানার পুলিশ ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয়। চালক পালিয়েছে, ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ