নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ১২০০ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাজবি, দুপ্তারা ও সত্যবান্দি এলাকায় ২ টি পয়েন্টে এ অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক পাইপ, রাইজান ও রেগুলেটর।
জোবিঅ-সোনারগাঁও অঞ্চলের ম্যানেজার প্রকৌশলী আনোয়ারুল হক জানান, দীর্ঘদিন ধরে একটি অসাদু চক্র আড়াইহাজারের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার।
অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে বিভিন্ন সময়ে তিতাস অভিযান চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিতাসের একটি দল আড়াইহাজারের বাজবি, দুপ্তারা ও সত্যবান্দি এলাকায় ২ টি পয়েন্টে অভিযান চালিয়ে দীর্ঘ ৪ কিলোমিটার বিস্তৃত এলাকাজুড়ে অবৈধভাবে সংযোগ দেয়া ১২০০ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, জোবিঅ সোনারগাঁও অঞ্চলের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. রিফাত আবদুল্লাহ, প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ