ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

মেরে ফেলার হুমকি দিয়ে কৃষকের ৭ গরু চুরি

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৯

সিরাজগঞ্জের তাড়াশে কৃষক আয়নাল হকের গোয়াল ঘরের তালা ভেঙে ৭টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। যার বর্তমান বাজার দাম আনুমানিক প্রায় ১১ লাখ টাকা হবে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আসলাম হোসেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৌর এলাকার ভাদাশ গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক আয়নাল হক জানান, প্রতিদিনের মতো গোয়াল ঘরে তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় আড়াইটার দিকে ঘুম থেকে জেগে গেলে গরুগু‌লো দেখতে ঘরের দি‌কে যান। সেই সময় তি‌নি দেখ‌তে পান গোয়াল থেকে গরু নিয়ে চো‌রের দল রাস্তায় রাখা ট্রাকে তুলছে। এ সময় তিনি চিৎকার করতে থাকলে চোরের দল তাকে মেরে ফেলার হুমকি দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন আসতেই ৫টি বড় গরু ও ২টি ছোট বাছুর গরু ট্রাকে তু‌লে পালিয়ে যায়।

তি‌নি কান্নাজ‌রিত ক‌ণ্ঠে ব‌লেন, তার সমস্ত পুঁজি এই গরু পাল‌নের ম‌ধ্যে ছিল। গরুগুলো চু‌রি হওয়ায় তি‌নি নিঃস্ব হ‌য়ে প‌ড়েছেন।

এ বিষ‌য়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। পাশাপা‌শি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে গ্রাম পুলিশ দিয়ে এলাকা পাহারা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ