ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:১৪

চুয়াডাঙ্গা জীবননগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে এক ডিলারকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উথলী বাজারে এ তদারকি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি বলেন, জীবননগরের উথলী বাজারের মেসার্স জহির ট্রেডার্স নামক বিএডিসি সার ডিলার কেন্দ্রে বেশি দামে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মজুদ করে রেখেছিল।

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় মেয়াদ উত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ