ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

নাঙ্গলকোটে ট্রাক চাপায় প্রবাসী নিহত

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৮

কুমিল্লার নাঙ্গলকোটে ট্রাক চাপায় আলমগীর হোসেনে (৩৫) নামের এক বাহরাইন প্রবাসী নিহত হয়েছেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা মধ্য বাজারে এ ঘটনা ঘটে।

নিহত প্রবাসী আলমগীর হোসেনে উপজেলার বাঙ্গড্ডা ইউপির দক্ষিণ নুরপুর গ্রামের মিয়াজী বাড়ির মোহাম্মদের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আলমগীর গত ১ মাস আগে বাহরাইন থেকে ছুটিতে বাড়িতে আসেন। আজ বেলা ১২টার দিকে বাঙ্গড্ডা বাজার থেকে বাড়িতে আসার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলে তিনি মারা যান। আলমগীরের ৩ বছর একটি মেয়ে সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক চালক চৌদ্দগ্রাম উপজেলার চানকরা গ্রামের মজিবুল হকের ছেলে হেলাল (৪২)। হাজিগঞ্জ থেকে বালুভর্তি ট্রাক নিয়ে বাঙ্গড্ডা মধ্য বাজার আসলে দ্রুতগামী মোটরসাইকেল আরোহী আলমগীর ট্রাকের সাথে ধাক্কা লেগে চাক্কার নিছে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা সঙ্গে সঙ্গে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে উপস্থিত জনতা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ