ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে স্ত্রী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী মোছা. রাহেলা আক্তার (২৩) হত্যার প্রধান আসামি সোমরাজ আলী সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস্ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান।

এর আগে ১৭ সেপ্টেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরের উত্তর মোল্লাদি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোমরাজ আলী সুজন ময়মনসিংহের তারাকান্দার কানুহারী এলাকার মজিবুর রহমানের ছেলে।

আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহার পর্যালোচনায় জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে স্ত্রী মোছা. রাহেলা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান সোমরাজ আলী সুজন। পরে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জসিম (৪০) বাদী হয়ে শ্রীপুর থানায় আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ