ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

লক্ষ্মীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন অনুষ্ঠিত 

প্রকাশনার সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৯ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩২

শিক্ষা ভবন, ঢাকায় সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে সারাদেশের ন্যায় লক্ষ্মীপরে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, মো. সালাহ উদ্দিন, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর জাহেরসহ অন্য শিক্ষকরা।

বক্তারা হামলাকারীদের বিচার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রামগঞ্জ এমকে সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ