ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ভালুকায় রাতের আঁধারে শতাধিক পেঁপে গাছ কাটল দুর্বৃত্তরা

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৩

ময়মনসিংহের ভালুকায় উপজেলার ভরাডোবা ইউনিয়নে খোকন হোসেন ঢালীর পেঁপে বাগানের শতাধিক গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। সোমবার রাতে কাটা হয় ওই গাছগুলো।

বাগান মালিক খোকন হোসেন ঢালী জানান, আমার শতাধিক পেঁপে গাছ কেটে ফেলেছে এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন আমার ফিশারির মাছ মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, পাহারাদারকে হুমকি দেওয়া হচ্ছে।

খামারের পাহারাদার জানান, শেষ রাতে মানুষের শব্দ পেয়ে আমি তাৎক্ষণিক সজাগ হয় বের হয়ে দেখি ফিশারির পারে লাগানো সব পেঁপে গাছ কেটে চলে গেছে দুর্বৃত্তরা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল হোসেন আকন্দ জানান লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ