মাগুরায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অলিয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টম্বর) সকালে মাগুরার পূর্ব দোয়ার পাড় এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত অলিয়ার হোসেন শহরের পৌর সভার ৮নং ওয়ার্ডের দোয়ার পাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গেল কয়েকদিন ধরে মাগুরা তীব্র বৃষ্টি শুরু হয়েছে। শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বিভিন্ন জলাশয়ের মাছের ঘের পানিতে প্লাবিত হয়েছে। অলিয়ার স্ত্রীকে সাথে নিয়ে দোয়ার পাড় এলাকায় মাছ স্বীকার করতে আসেন।
এ সময় বিদ্যুতের তার ছিড়ে পানিতে পড়ে থাকায় বুঝে ওঠার আগেই হাতে থাকা মাছ স্বীকারের জালসহ বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী অন্য দিকে মাছ স্বীকারে ব্যস্ত থাকায় তিনি প্রাণে বেঁচে যান। পরে স্থায়ীরা পানির মধ্যে পড়ে থাকতে দেখে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অমর প্রসাদ থাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল বলেন, শহরের দোয়ার পাড় এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ