কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় আরসা-আরএসও সন্ত্রাসীদের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে উখিয়ার জামতলী এবং রোববার মধ্যরাতে কুতুপালং লাল পাহাড়ে এ ঘটনা ঘটে।
নিহতদের একজন উখিয়ার ১৫নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের নুরুল বশর (৫৫) ও কুতুপালং ৪নং ক্যাম্পের কবির আহম্মদ (৩৫)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে দুইটি সন্ত্রাসীর গোষ্ঠীর গোলাগুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ দুটি উদ্ধারে পুলিশ ও এপিবিএন সদস্যরা পৃথক ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল রিপোর্ট করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নাম-পরিচয় বিস্তারিত পরে জানানো হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ