ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অটোরিক্সার সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২১, ২০:৪৭

কক্সবাজারের পেকুয়ায় সিএনজিচালিত অটোরিক্সার সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২ জুলাই) দুপুরে পেকুয়া বাজারের একটি গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়্যাঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), রাজাখালী ইউনিয়নের বামুলাপাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মো: শামিম (১৬), তারেক জিয়া (১৪), জামাল হোসেনের ছেলে মো: তামিম (১৩), জোনাইদের ছেলে তাওহীদুল ইসলাম (১৫) ও উখিয়ার বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ (২৮)। তবে একজনের নামপরিচয় জানা যায় নি।

পুলিশ জানায়, দুপুরে রুহুল আমিন নামের একব্যক্তির গ্যারেজে একটি অটোরিক্সা মেরামতের জন্য আনা হয়। এ সময় ওই অটোরিক্সা থেকে গ্যাস সিলিন্ডার বের করতে গেলে বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে ৮ জন দগ্ধ হন।

বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুজিবুর রহমান। তিনি বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আটজনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ