ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দুর্যোগপ্রবণ বরগুনায় নেই কোনো আবহাওয়া অফিস

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৭

দক্ষিণের বঙ্গোপসাগর তীরবর্তী জেলা বরগুনা। সমুদ্র তীরবর্তী হওয়ায় এ জেলায় লঘুচাপ, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা লেগেই থাকে। দুর্যোগপ্রবণ হওয়া সত্ত্বেও বরগুনায় কোনো আবহাওয়া অফিস নির্মাণ হয়নি। এতে সময় মতো সঠিক পূর্বাভাস না পেয়ে বার বার বিপর্যস্ত হচ্ছে এই জনপদ। ঝড়ের কবলে পড়ে প্রতি বছর বহু জেলে ট্রলারডুবিতে মারা যাচ্ছেন।

স্থানীয়রা জানান, দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে বরগুনা চিহ্নিত হলেও এখন পর্যন্ত এখানে আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস নির্মিত হয়নি। এতে সময়মতো পূর্বাভাস না পেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ, জেলে , কৃষক, গবাদিপশু ও বিভিন্ন পর্যটন এলাকা।

তালতলী উপজেলার বাসিন্দা মতিয়ার রহমান বলেন, আমরা অনেক বন্যা, ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সাথে লড়াই করেছি। আগাম কোনো তথ্য না পাওয়ায় আমাদের ক্ষয়ক্ষতের পরিমাণ অনেক বেশি হয়। বরগুনায় একটা আবহাওয়া অফিস হলে আমরা আগাম তথ্য পাব এবং ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবো।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, 'সঠিক সময়ে আবহাওয়ার সংকেত না পাওয়ায় গভীর সাগরে থাকা জেলেদের তথ্য দিতে পারি না। তাই ঝড়ের কবলে পড়ে প্রতি বছর বহু জেলে ট্রলারডুবিতে মারা যাচ্ছেন। সংকেত না জেনে তারা ঝড়ের মধ্যে সুন্দরবনসহ ঝুঁকিপূর্ণ সাগর এলাকায় আশ্রয় নেন। অনেক সময় ভাসতে ভাসতে ভারতেও চলে যায়। এসব থেকে পরিত্রাণ পেতে জেলায় আবহাওয়া অফিস নির্মাণ অতি জরুরি।'

বরগুনা জেলা দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপ-পরিচালক বলেন, 'আবহাওয়া সংশ্লিষ্ট কোনো অফিস না থাকায় জনগণের ক্ষোভের মুখে পড়তে হয় আমাদের। আবহাওয়ার তথ্য ঢাকা থেকে সংগ্রহ করতে যে সময় লাগে, ততক্ষণে আবহাওয়া অনেক পরিবর্তন হয়ে যায়। তাই বরগুনায় আবহাওয়া অফিস স্থাপন জরুরি। ঝুঁকিপূর্ণ এ জেলায় আবহাওয়া অফিস স্থাপন মানুষের প্রাণের দাবি।'

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, 'বরগুনা একটি দুর্যোগপ্রবণ এলাকা। প্রতি বছরই বন্যা বা ঘূর্ণিঝড় আঘাত হানে এ অঞ্চলে। জানমালের অনেক ক্ষতি হয়। তাই এখানে একটি স্থানীয় আবহাওয়া অফিস স্থাপন করা প্রয়োজন। বিষয়টি দ্রুত সরকারের নজরে আনা হবে।'

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ