ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৫

বরিশালে প্রিপেইড বৈদ্যুতিক মিটারে জনভোগান্তি, হয়রানি ও প্রতারণার পদ্ধতি দাবি করে তা স্থাপন বন্ধের জন্য বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি হয়। এর আগে নগরীতে একটি বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি দেওয়ান আবদুর রশীদ নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দেন, রাইসুল ইসলাম, মো. নিয়াজ, আকিউর রহমান লিমন, মাসুম বিল্লাহ, আবদুল মান্নান মৃধা প্রমুখ।

বক্তারা বলেন, যেসব এলাকায় প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে সেসব এলাকায় জনভোগান্তি চরমে উঠেছে। এই মিটার হয়রানি ও প্রতারণার মাধ্যম। এই মিটার বরিশালে স্থাপন করলে একই দুর্ভোগে পড়বে জনসাধারণ।

অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান বক্তারা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ