ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নেত্রকোনায় এক দফা দাবিতে নার্সিং ইনস্টিটিউটের মানববন্ধন 

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৭

নার্সিং পেশা ও নার্স কর্মকর্তাদের নিয়ে কটূক্তি করায় মহাপরিচালক মাকসুরা নূর সহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সব নন-নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করার লক্ষ্যে এক দফা দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা সদর হাসপাতাল চত্বরে নার্সিং ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে নার্সিং সংস্কার, নার্সিং ইনস্টিটিউট

নার্সিং সংস্কার পরিষদ, নার্সিং ইনস্টিটিউট নেত্রকোনা ও জেলা সদর হাসপাতাল এ মানববন্ধনের আয়োজন করেছে।

এ সময় নানা স্লোগানে আন্দোলনকারীরা এক দফা দাবি না মানলে কঠোর হুঁশিয়ারি দেয়। এতে শিক্ষানবিশসহ সিনিয়র স্টাফ নার্স এবং অন্যান্যরাও অংশ নেন।

বক্তব্য রাখেন নেত্রকোনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো. বাদশা মিয়া, নার্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম ও সম্পাদক বিউটি রানীসহ অন্যরা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ