গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর ২০২১ ঊপলক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোরের আয়োজনে শুক্রবার সকালে মণিরামপুরের রোহিতা এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামানেরর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শিব শঙ্কর সাহা, রোহিতা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই স্বপ্ন পূরণে এলজিইডি অগ্রণী ভূমিকা পালন করছে। উন্নয়নের লক্ষ্য অর্জনে পরিবহন তথা সড়ক ও সেতু ব্যবস্থার কোন বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় এলজিইডি যশোরে চার হাজার তিনশ তিপান্ন কিলোমিটার সড়ক পাকা করেছে। জেলার মানুষ সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারছেন। তাদের জীবিকা, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মানকে আরও উন্নততর করেছে।
আলোচনা পর্ব শেষে এলজিইডি যশোরের আওতাধীন জেলার সকল উপজেলার সড়ক ও ইউনিয়ন সড়ক পেভমেন্ট, মোবাইল মেইন্টেনেন্স টিম দ্বারা নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করার লক্ষ্যে জেলার ২৫০ কিলোমিটার পাকা সড়কের মোবাইল মেইন্টেন্সের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ