চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের একদিন পর মিরাজ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ছাত্রের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বাড়ির পশ্চিম পাশের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবারে নিখোঁজ হন তিনি।
মিরাজ উপজেলার পালাখাল গ্রামের কামাল সর্দার ছেলে এবং পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মিরাজের বাবা কামাল সর্দার জানান, আমার তিন সন্তানের মধ্যে মিরাজ সবার বড়। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই তাকে খুঁজে পাচ্ছিলাম না। শুক্রবার বাড়ির পশ্চিম পাশে বিলে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে খবর দিলে গিয়ে দেখি এটা মিরাজের মরদেহ। পরে পুলিশ এসে মরদেহ উদ্বার করে।
এ বিষয়ে কচুয়া থানার থানার (তদন্ত) ওসি লিটন দেওয়ান জানান, নিখোঁজের একদিন পর বিল থেকে ভাসমান অবস্থায় এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ