ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জামালপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন

প্রকাশনার সময়: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩১

জামালপুরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার আগে ইঞ্জিনে আগুন লাগে।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল ২৫৫ নং ট্রেনটি জামালপুর রেল স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া দেখতে পান চালক। জামালপুর রেল স্টেশনে ট্রেনটি প্রবেশ করলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বড় ধরনের কোনো ঝুঁকি নেই।

জামালপুর রেলওয়ে স্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার শেখ উজ্জ্বল মাহমুদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ট্রেনটির ইঞ্জিনে ওভারহিটের কারণে ভয়াবহ আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রেনটি এখন চলাচলের অনুপযোগী।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ