সারাদেশে হিন্দুদের ওপর নির্যাতন, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মন্দিরে হামলার প্রতিবাদে ও ৮ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ খাগড়াছড়ি জেলা শাখার নেতা ও সমর্থকরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে এসে জড়ো হয়।
এতে জেলার নয়টি উপজেলা থেকে বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনাতন ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এসময় শঙ্খ ধ্বনি ও কাসা ঘণ্টার বাদ্য বাজানোর পাশাপাশি নারীরা উলু ধ্বনি দিয়ে হামলা ভাঙচুর ও নির্যাতনের প্রতি তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবাদী শ্লোগান দিতে থাকে, আমার মাটি আমার মা, একটি কণাও ছাড়বো না। কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ