ময়মনসিংহের নান্দাইলে রুপক বৈষ্ণব (২৫) নামের এক বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বাইপাস চারিআনিপাড়া একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ।
রুপক বৈষ্ণব হবিগঞ্জ জেলার বানিয়াচরের মারকুরি গ্রামের মৃত সমরেন্দ্র বৈষ্ণবের পুত্র। নান্দাইল পৌরসভার চারিআনি পাড়া একটি বাসায় ভাড়া থেকে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে রূপক বৈষ্ণের ঘরের দরজা বন্ধ পান স্থানীয়রা। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে তাকে ফাঁসিতে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ও পরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ