ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

‘এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্যকে জায়গা ছেড়ে দেয়ার জন্য নয়’

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেয়ার জন্য নয়। কেউ যদি এখনো চিন্তা করে ছাত্র-জনতাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যোনে গণ-অভ্যুত্থানরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিম সভায় এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, পুরো বাংলাদেশে ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় ক্ষতি করেছে তিনি তার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানায়নি। সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি। ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যাকটি মানুষকে। এই জায়গা থেকে আমাদের নিজেদের উত্তরণ ঘটাতে হবে।

চাঁদাবাজের প্রসঙ্গে তিনি বলেন, চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে সৌচ্চার হতে হবে। এটি একটি ছোঁয়াচে রোগ। কেউ যদি একবার সুযোগ পায় তাহলে ধীরে ধীরে সব জায়গায় ছড়িড়ে পড়বে। চাঁদাবাজ করার কারণে অটোর ভাড়া বেশি, বাসের ভাড়া, সবজির এবং পণ্যের দাম বেশি রাখা হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার, রফিকুল ইসলাম, ইলিমা খন্দকার এ্যনি, অয়ন, সুবাসিরুল, রফিকুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ