ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫২

চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শহরের বেলগাছি রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার বিশ্বজিৎ সাহা সদর উপজেলার কুকিয়াচাঁদপুর গ্রামের সন্তোষ সাহার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সাহাসহ ৬ জন সদর উপজেলা গাড়াবাড়িয়া গ্রামের আফজাল হোসেনের কাছে চাঁদা চেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর চালায় এবং তাকেও মারধর করে। ওই ঘটনায় পর গত ২৭ আগস্ট আফজাল বিশ্বজিৎ সাহাকে প্রধান আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার সকালে বেলগাছি রেলগেট এলাকায় ইউপি চেয়ারম্যানকে স্থানীয়রা দেখতে পেয়ে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানা নিয়ে আসে। পরে পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখায়।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, চাঁদাবাজির মামলায় আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ