ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাবার বিরুদ্ধে তিন মাসের শিশুকে আছড়ে হত্যার অভিযোগ

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১

নাটোরের সদরে তিন মাস বয়সী মোরসালিন নামের শিশু ছেলেকে আছড়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা ইয়াসিন আলী পলাতক রয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার নারায়ণপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা ইয়াসিন আলী (৩৫) আর মা রুপা বেগম (২৮)। বাবা-মায়ের দ্বিতীয় সন্তান মোরসালিন।

নবজাতকের মামা শিপন জানান, তার বোনজামাই ইয়াসিন শিশুটিকে দেয়ালের সাথে আছাড় দেন। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে ঘটনাস্থলে মারা যায় শিশুটি।

শিশুটির নানি শাহানাজ জানান, মাঝেমধ্যেই স্ত্রীকে অত্যাচার করতেন ইয়াসিন। বুধবার দুপুরের আগে শিশুটিকে রেখে তার মা রুপা গোসল করতে যাই। শিশুটি কান্না করছিল। কান্না থামাতে না পেরে বাবা ইয়াসিন রাগান্বিত হয়ে ছেলেটিকে দেয়ালের সাথে আছাড় মারেন। ঘটনার পরপরই তিনি এলাকা ছাড়া।

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, থানায় মামলা হয়েছে। শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ