ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

সালথায় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ 

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩০

ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথা এর আয়োজন উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সার ও বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী আবু জাফর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার পাল, সাংবাদিক আবু নাসের হুসাইন প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার বলেন,২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নের মোট ২০০ কৃষকের মধ্যে সার ও বীজ বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে আজ রামকান্তপুর ইউনিয়নের ৩০ জন (কৃষক-কৃষাণী) প্রত্যেককে ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার ও ৫ কেজি মাসকলাই বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন গুলোতে বিতরণ করা হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ