ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে মটরসাইকেল চোর গ্রেফতার

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২১, ১৬:৩৫

রংপুর নগরীতে মোটরসাইকেল চুরি করার সময়ে চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয় জনতা।

পরে ওই চোরকে মহানগর ধাপ পুলিশ ফাঁড়ির মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ধাপ এলাকায় এ ঘটনা ঘটে।

নগরীর তাজহাট এলাকার বাসিন্দা আবদুল মালেকের পুত্র সাইদুল ইসলাম শাহিন (২৭)। শাহিন দীর্ঘদিন ধরে চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, রাতে ধাপ এলাকায় এক পুলিশ কর্মকর্তা রাস্তার পাশে মোটরসাইকেল রেখে মামনি হোটেলের ভেতরে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরে সিসি ক্যামেরায় দেখা যায় মোটরসাইকেলটির আশপাশে শাহিন নামের ওই যুবক ঘোরাঘুরি করছেন।

সুযোগ বুঝে অন্য একটি চাবি দিয়ে মোটরসাইকেলটি চালু করতে চেষ্টা করতে থাকেন। এ সময় মোটরসাইকেলটি চালু না হওয়ায় বিপাকে পড়ে হাতেনাতে ধরা পড়েন চোর চক্রের সক্রিয় ওই সদস্য। আটক সাইদুল ইসলাম শাহিনকে উত্তেজিত সাধারণ জনতা গণধোলাই দিয়ে পুলিশে খবর দেন। পরে ধাপ পুলিশ ফাঁড়ির মাধ্যমে তাকে থানায় নেওয়া হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজিব বসুনিয়া জানান, মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ে চোর শাহিনকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করেন তারা।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ