ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লক্ষ্মীপুরে বাঁধ নির্মাণের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন 

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫০

লক্ষ্মীপুরে ওয়াপদা ও রহমত খালী খালের ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

আজ রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

পিয়ারাপুর এলাকাবাসী ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ভাঙন রোধে খাল পাড়ে বাঁধের দাবিতে ভুক্তভোগীরা জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন- পিয়ারাপুর গ্রামের বাসিন্দা মহিন উদ্দিন, জাকির হোসেন, নূর হোসেন, দুলাল হোসেন, মো. রিপন, সবুজ, রাশেদ ও মো. ইব্রাহিমসহ শতাধিক গ্রামবাসী।

মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, বন্যার পানি যখন নামতে শুরু করছে। তখন ওয়াপদা ও রহমতখালী খালের ভাঙ্গনে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৯নং ওয়ার্ড) পিয়ারাপুর গ্রামের শতশত একর ফসলি জমি, বসতঘর, বাগান-বাড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা দুই খালের গর্ভে তলিয়ে যাচ্ছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ না দেওয়া হলে ঐতিহ্যবাহী পিয়ারাপুর বাজার ও নবনির্মিত সেতুটি খালের ভাঙ্গনে নিশ্চিহ্ন হয়ে গেলে রামগতি ও কমলনগর উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ