মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

গোয়ালন্দে চাঁদাবাজিদের বিরুদ্ধে অটোচালকদের বিক্ষোভ 

প্রকাশনার সময়: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৬ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫০

রাজবাড়ী‌ গোয়ালন্দে পৌর পাকিং ফি'র না‌মে প্রতিদিন গোয়ালন্দ বাজার ২৫ টাকা এবং মালিক সমিতির নামে ১০ টাকা দৌলতদিয়া ঘাটে ২০ টাকা চাঁদা আদায় বন্ধসহ পু‌লি‌শি হয়রানি ব‌ন্ধের দা‌বি‌তে রাজবাড়ী‌র গোয়ালন্দে বি‌ক্ষোভ মি‌ছিল ক‌রে‌ছে অটো‌রিক্সা চাল‌করা।

রবিবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে রাজবাড়ীর গোয়ালন্দ কোট চত্বর এলাকায় অটোরিক্সা বন্ধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে অটোচালকরা।

সরোজমিনে গিয়ে দেখা যায়, প্রায় দুই শতাধিক অটো উপজেলা মাঠে রেখে অটো চালকরা বিক্ষোভ করেন। স্লোগানে স্লোগানে উত্তাল করেন কোট মাঠ।

চালকরা দাবি করেন ৫ ই আগস্ট এর পর ছাত্র জনতা সহ সকলের সমন্বয়ে পৌর চাঁদা এবং অন্য অন্য চাঁদা বন্ধ করা হয়েছিল।কিন্তু আজ হঠাৎ চাঁদা কালেকশনের লোকজন এসে টোকেন ধরিয়ে চাঁদা নিতে শুরু করেছেন। আমরা চাঁদা দিতে রাজি না থাকাই তারা আমাদের সাথে খারাপ ব্যবহার শুরু করেন তারা। আমরা চাঁদার বিরুদ্ধে সকল অটো চালকরা আজ রাস্তায় দাঁড়িয়ে আছি।আমাদের দাবি একটাই চাঁদা মুক্ত অটো স্ট্যান্ড চাই।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র শাহরিয়ার সজীব এসে অটোচালকদের কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আজ বিকালে অটোচালকদের সাথে বসে যৌক্তিক সমাধানের পথ বের করব।

নয়াশতাব্দী/ইএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ