মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

কিশোরগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিশাহারা ২১ পরিবার

প্রকাশনার সময়: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪২

নীলফমারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মৌলভীর হাটের ২১ ব্যবসায়ীর দুশ্চিন্তা কাটছে না। ফলে ব্যবসা পরিচালনা করতে না পেরে পরিবারের খরচ যোগাতে দিশাহারা হয়ে পড়েছেন তারা। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ব্যবসায়ীরা। অভিযোগ সরেজমিন পরিদর্শনে গিয়ে জানা গেছে, ওই ব্যবসায়ীরা স্থানীয় মৌলভীর হাটে প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদ্রাসার জমি লিজ নিয়ে ২৩ বছর ধরে দোকান ঘর তৈরি করে ব্যবসা করে আসছে। কিন্তু ওই এলাকার কিছু আওয়ামী পেতাত্মা জিয়াউল হক, আবু আলম, আইয়ুব আলী মোস্তাফিজার রহমানসহ তাদের দলবল ওই ব্যবসায়ীদের কাছে আবারও ২ লাখ টাকা করে দাবি করে। ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকার করলে আওয়ামী লীগ নেতারা তাদের দোকান বন্ধ করে দেয়। বর্তমানে ব্যবসায়ীরা দোকান করতে না পারায় তাদের পরিবারের খরচ জোগাতে দিশাহারা হয়ে পড়েছে। ব্যবসায়ী নাজিম উদ্দিন, আমিনুর রহমান, আবু সুফিয়ানসহ ২১ জন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, আমরা মাগুড়া মৌলভীর হাট হাফেজিয়া মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া নিয়ে ২৩ বছর ধরে ব্যবসা করে আসছি। প্রতিদিন দোকানে বেচাকেনা করে ৫০০ থেকে ৭০০ টাকা লাভ হতো, যা দিয়ে আমরা পরিবার নিয়ে জীবন নির্বাহ করি। কিন্তু বর্তমানে আমাদের দোকান বন্ধ থাকায় আমরা অনেক কষ্টে আছি। মাগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বললে তিনি টাকা চাওয়ার কথা স্বীকার করে বলেন, দোকানের জামানত বাবদ ২ লাখ করে টাকা চাওয়া হয়েছে। ওই টাকা মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন কাজে ব্যয় করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হকের সঙ্গে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগটি তদন্ত করার জন্য সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি তদন্ত প্রতিবেদন জমা দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ