ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ক্লিনিকের ড্রয়ার ভেঙ্গে চুরি

প্রকাশনার সময়: ০২ জুলাই ২০২১, ১৭:৪৯

রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার একটি ডেন্টাল ক্লিনিকে টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকাসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এসময় ডেন্টাল চিকিৎসায় ব্যবহৃত মোটর ও চিকিৎসকের চেম্বারের পর্দা খুলে নিয়ে গেছে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্লিনিকের সত্বাধিকারী ডা. মাহফুজুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় তালা ভেঙ্গে ডেন্টল এইড নামের তার ক্লিনিকে চুরি হয়েছে। শুক্রবার সকালে তিনি চেম্বার তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন। টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ৪০ হাজার টাকাসহ ক্লিনিকের ডেন্টাল চিকিৎসায় ব্যবহৃত একটি নতুন এন্ডো মোটর ও জানালা দারজার পর্দা খুলে নিয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি। এতে প্রায় তার এক লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

তিনি আরো বলেন, চুরি যাওয়া এন্ডো মোটর ডেন্টাল ক্লিনিক ছাড়া ব্যবহার করা সম্ভব না। ফলে কোন ক্লিনিকে এই মোটর বিক্রি করতে গেলে বোয়ালিয়া থানায় জানানোর অনুরোধ করেন তিনি।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ