নাটোরের বাগাতিপাড়ায় নারিকেল গাছ পরিস্কারের সময় বৈদ্যুতিক স্পৃষ্ট হয়ে এক গাছির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকায় সেকেন্দার আলীর নারিকেল গাছ পরিস্কারের সময় এ ঘটনা ঘটে।
নিহত সলিম উদ্দিন (৬৫) ওই ইউনিয়নের মালিগাছা মেদ্দাপাড়া এলাকার মৃত আলী উদ্দির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সলিম উদ্দিন নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে উঠেন। হাতের হাসুয়া দিয়ে নারিকেল গাছে ডালে কোপ দেওয়ায় ডালটি বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এরপর হাতের হাসুয়ার সঙ্গে তারের সংযোগে ঘটলে সলিম উদ্দিন বিদ্যুৎ স্পষ্ট হয়ে গাছের সঙ্গে ঝুলতে থাকে। এক ঘণ্টার মতো গাছের ওপর ঝুলে থাকার পর ফায়ার সার্ভিসের টিম এসে মরদেহ মাটিতে নামায়।
দয়রামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার ফজলুর রহমান জানান, মরদেহটি গাছ থেকে নামানোর সঙ্গে সঙ্গেই তার ছেলেরা ভ্যান গাড়িতে করে নিয়ে যায়। প্রচুর লোকজন থাকায় তারা নিজ হেফাজতে মরদেহটি রাখতে পারেনি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ