সারাদেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলাগুলো যদি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যদি সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরও বলেন, সংবাদকর্মীরা জাতির দর্পণ হিসেবে কাজ করে থাকেন, অথচ তাদের ওপর হামলা ও হয়রানি এক দুঃখজনক ঘটনা। অবিলম্বে এ ধরনের আক্রমণ বন্ধ করতে হবে এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের নামে চালানো মিথ্যা মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা।
মানববন্ধনে কালিয়াকৈর প্রেস ক্লাব, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন সরকার আব্দুল আলীম, এম তুষারী, মাসুদ রানা, এম মাহাবুব হাসান মেহেদী, এমারত হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ