টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেছেন, আমরা আগামীতে এক নতুন ধারার পুলিশ প্রশাসন নিশ্চিত করব। এ পুলিশ প্রশাসনের কাছ থেকে কোনো মানুষের দীর্ঘশ্বাসের তৈরি হবে না। আমি আপনাদের পাশে এবং টাঙ্গাইলবাসী হওয়ার জন্য এসেছি। আমি মূলত আপনাদের সেবা করব। আপনাদের পাশে থেকে সুখ-দুঃখের অংশীদার হতে চাই। আজ রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়মকালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ বির্নিমানে যেনো কাঁধে কাঁধ রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারি। মানবাধিকার থেকে শুরু করে সুশাসন এবং মানুষের ওপর কোন জুলুম নির্যাতন না হয় এ বিষয়গুলো আমরা যাতে নিশ্চিত করতে পারি। সবার সহযোগিতা ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে এসব কাজ করতে পারবে না।
তিনি বলেন, ‘টাঙ্গাইলকে আমরা মডেল জেলা হিসেবে সারা বাংলাদেশের মধ্যে উপস্থপনা করতে পারি’- এটি হলে আমাদের চ্যালেঞ্জ। আপনারা আমাকে ব্যবহার করবেন যেন আমরা সারা বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল সেরা জেলা হয়।
উল্লেখ্য, সাইফুল ইসলাম সানতু ২৭তম বিসিএসসের মাধ্যমে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরিকালীন তিনি এপিবিএন, র্যাব এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে তার বিশেষ অবদানের জন্য তিনি বিপিএম পুরস্কারে ভূষিত হন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ