ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতে পাচারকালে ইলিশ মাছ জব্দ

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২৪, ২০:১৩

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে দুই ককসিট ইলিশ মাছ জব্দ করেছে বিজিবর অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা।

শনিবার (২৯ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

জব্দ হওয়া মাছের পরিমাণ ৪৬ কেজি পাঁচশো গ্রাম বিজিবি থেকে প্রাপ্ত তথ্যে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে তিনটার দিকে লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে একদল চোরাকারবারি সীমান্তপথ দিয়ে ভারতে ইলিশ মাছ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধীনস্থ লাউড়েরগড় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের পিছু নেয়। একপর্যায়ে চোরা কারবারিরা বিজিবি সদস্যদের দেখতে পেয়ে কৌশলে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ