মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

খাগড়াছড়িতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২৪, ১৭:১৩ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৫

খাগড়াছড়িতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে খাগড়াছড়ি টাউন হলে বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূইয়া।

এতে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষকদের এমনভাবে ব্যবহার করেছে, যার কারণে আপনারা সুশিক্ষক হিসেবে থাকতে পারেন নাই।

বাংলাদেশ শিক্ষক সমিতির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অন্যান্যরা।

এছাড়াও এ সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ