লালমনিরহাট আদিতমারীতে নিজ বাড়ি থেকে তাহমিদুল রহমান তারা মিয়া (৩৯) নামে এক কৃষককের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩১আগস্ট) উপজেলার সারপুকুর ইউনিয়নের টিপের বাজার এলাকা থেকে আদিতমারী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত তাহমিদুল রহমান তারা ওই এলাকার মৃত আহমেদের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা তারা মিয়ার নিজ বাড়িতে তাকে গলা কেটে হত্যা করে। তিনি তার ঘরে একাই থাকতেন। তার স্ত্রী ৭ বছর থেকে প্রবাসে রয়েছেন। পরিবার বাইরে থাকার সুযোগে কেউ তাকে হত্যা করেছে বলে ধারণা করছে এলাকাবাসী। পরে সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তাকে খুন করা হয়েছে। তার গলায় কাটা দাগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ