ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

চুয়াডাঙ্গায় মোটরযানচালকদের লাইসেন্স নবায়নের দাবি

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২৪, ১৪:৫১

চুয়াডাঙ্গায় ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে মানববন্ধন করেছেন পেশাদার চালকরা।

আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় চুয়াডাঙ্গা শহরের একাডেমি স্কুল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চালকরা জানান, জাতীয় পরিচয়পত্রের ছোটখাট ভুল সহজে সমাধান করে লাইসেন্স নবায়ন না করায়, দক্ষ চালকরা লাইসেন্সবিহীনচালকে পরিণত হচ্ছেন। এসব চালকরা যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। পরে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বেশির ভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সের তথ্যের গরমিল হয়েছে। এ জটিলতায় চালকদের লাইসেন্স নবায়ন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিষয়টি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার মানবিক বিবেচনা চুয়াডাঙ্গার এসব চালকের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম, ট্রাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি রানা ইসলাম।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ছাত্র-ছাত্রী, চালক ও তাদের পরিবারের সদস্যরা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, লেখক, নিরাপদ সড়ক চাই ও শ্রমিকরা।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ