মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

নলডাঙ্গায় বিএনপি কর্মীর বাড়িতে আগুন

প্রকাশনার সময়: ৩১ আগস্ট ২০২৪, ১৪:৩৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৪, ১৪:৩৯

নাটোরের নলডাঙ্গায় এক বিএনপির কর্মীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনের বাড়ির যাবতীয় আসবাব, কৃষিপণ্য পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে উপজেলার হরিদাখলসি কুমিল্লাপাড়া গ্রামের বিএনপির কর্মী সিরাজ মিজির বাড়িতে একদল দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় বাড়ির ভেতর স্ত্রী, সন্তানসহ তিনি ছিলেন। পরে খবর পেয়ে নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন

আগুনে বাড়ির যাবতীয় আসবাব ও কৃষিপণ্য পেঁয়াজ–রসুন পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করে বিএনপি কর্মী সিরাজ মিজি বলেন, ‘জমি নিয়ে এলাকায় একপক্ষের সঙ্গে বিরোধ রয়েছে। পূর্বশত্রুতার জেরে আমার বাড়িতে আগুন দিয়েছে প্রতিপক্ষরা।’

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুয়াজ্জামান জানান, আগুনের ঘটনা জেনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ