ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২৪, ১৮:৩০

টাঙ্গাইলে একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার (২১) নামের এক গৃহবধ। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম দেন এই গৃহবধূ।

সাদিয়া আক্তার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের পেরাগজানি গ্রামের অটোরিকশা চালক আল আমিন শিকদারের স্ত্রী।

সাদিয়া স্বামী আল আমিন বলেন, সাদিয়াকে চিকিৎসক দেখানোর পর হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। পরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার অপারেশনের মাধ্যমে চার ছেলে সন্তানের জন্ম হয়। এক সন্তানকে বেডে মায়ের কাছে দেয়া হলেও বাকি তিন ছেলেকে নিবিড় পরিচর্যা (আইসিইউ) কেন্দ্রে রয়েছে। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছে।

এ প্রসঙ্গে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের (এজিএম) অনিমেষ ভৌমিক বলেন, বৃহস্পতিবার ওই গৃহবধূ চার সন্তানের জন্ম দিয়েছেন। জন্ম নেয়া শিশু ও মা সুস্থ রয়েছে। তবে একসঙ্গে চার সন্তানের জন্ম হওয়ায় শিশুদের ওজন কিছুটা কম রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ