ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২৪, ১৫:০৮

টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

বক্তারা বলেন, সদর উপজেলার গালা গ্রামে মূল; বীরমুক্তিযোদ্ধা রয়েছেন তিন-চারজন। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা নতুন করে তালিকাভুক্ত হয়েছেন। দেশের সব ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানানো হয়।

এছাড়া বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ