ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নেত্রকোনায় ট্রাকভর্তি চিনি জব্দ

প্রকাশনার সময়: ৩০ আগস্ট ২০২৪, ১৪:৫১

নেত্রকোনায় সেনাবাহিনীর সহায়তায় পাচারকালে ট্রাকভর্তি ভারতীয় চিনি জব্দ করেছে মডেল থানার পুলিশ।

আজ শুক্রবার (৩০ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গজিনপুর মোড় থেকে চিনিভর্তি ট্রাকটি জব্দ করে। তবে ট্রাক জব্দ করলেও চালকসহ জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ ট্রাকের সঙ্গে থাকা ব্যবসায়ীরা পালিয়ে যায় বলে, জানায় পুলিশ।

স্থানীয়দের থেকে জানা গেছে, ভারতীয় চিনি অবৈধ পথে পাচার হচ্ছিল দীর্ঘদিন ধরেই। পাচারকারীদের বিভিন্ন চক্র এখনো সক্রিয় থাকায় ভারত থেকে কলমাকান্দা সীমান্ত দিয়ে চিনি নামিয়ে আনে। কলমাকান্দা ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে চিনির বস্তা বদল করে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায়।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় মডেল থানার পুলিশ চিনিভর্তি ফেলে যাওয়া ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়।

এ ব্যাপারে মডেল থানার এস আই মো. আব্দুল জলিল জানান, ভোরে গোপন সংবাদের খবরে আমরা সেনাবাহিনীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করতে সক্ষম হই। পরবর্তীতে সকাল ৮টা পর্যন্ত চোরাকারবারিদের ধরার জন্য আশপাশের এলাকয় অভিযান চালিয়ে তাদের কারও সন্ধান পাওয়া যায়নি। এখনো চিনির বস্তা আনলোডিং চলছে পরবর্তীতে জানা যাবে এখানে কত বস্তা ও কত টাকার চিনি আছে।

চিনিগুলো সিজারলিস্ট করে জব্দ তালিকা তৈরির পর অজ্ঞাত আসামি দিয়ে থানায় একটি মামলা করা হবে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ