মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

সিরাজগঞ্জে নদীতে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কলেজছাত্র নিখোঁজ

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২৪, ২২:৩৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকায় ঘুরতে গিয়ে সোয়াইব সেখ (১৯) নামের এক কলেজছাত্র পা‌নি‌তে ডু‌বে নিখোঁজ হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার রাউতারা সুইস গেট এলাকায় এ ঘটনা‌টি ঘ‌টে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন বাঘাবাড়ি নৌ ফায়ার স্টেশনের টিম লিডার ফজলুল হক।

নিখোঁজ সোয়াইব ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র। এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিল। তিনি উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী গ্রামের বাবু সেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যা মৌসুমে বিভিন্ন স্থান থেকে বেড়াতে আসেন রাউতারা সুইস গেট এলাকায়। আজ উল্লাপাড়া থেকে দুই মেয়েসহ পাঁচ বন্ধু নৌকায় বেড়াতে আসেন। একপর্যায়ে তারা সবাই পানিতে নেমে আনন্দ-উল্লাস করছিলেন। হঠাৎ সোয়াইব নৌকা থে‌কে প‌ড়ে পা‌নি‌তে ডুবে যান।

পরে বাকি চারজন চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়ে উদ্ধারের চেষ্টা করে। তবে তাকে পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে বাঘাবাড়ি নৌ ফায়ার সার্ভিস এলেও ডুবুরি দল না থাকায় তারা চলে যান। পরবর্তী‌তে স্থায়ীয় কয়েকজন ডুবুরি চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি।

এ বিষয়ে বাঘাবাড়ি নৌ ফায়ার স্টেশনের টিম লিডার ফজলুল হক বলেন, আমাদের ডুবুরি না থাকায় ঘটনাস্থল থেকে ফিরে এসেছি। তবে রাজশাহী থেকে ডুবুরি এনে সন্ধ্যার পর থেকে উদ্ধারকাজ চলছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ