ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা

প্রকাশনার সময়: ২৮ আগস্ট ২০২৪, ১৭:৫৮

চুয়াডাঙ্গা শহরে দুটি হোমিও ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের মালিকদের ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ সংলগ্ন মোহাম্মদী শপিং কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জানা গেছে, চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ সংলগ্ন মোহাম্মদী শপিং কমপ্লেক্সে তালহা হোমিও মেডিসিন কোং ও রহমানিয়া হোমিও হল নামের দুটি প্রতিষ্ঠান রয়েছে। দুটি প্রতিষ্ঠান দীর্ঘদিন অতিরিক্ত দামে ওষুধ বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ করে রোগীদের কাছে বিক্রি এবং সরবরাহ করছিল।

এ অপরাধে ওষুধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৩০(৪) এবং ৪০(খ) ধারায় মালিক বজলুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে তালহা হোমিও মেডিসিন কোং এর মালিক নাজমুল হককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিক মোমতাজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক শফিউল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ