ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুর পৌরসভার অর্থবছরের বাজেট ঘোষণা

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৪

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শ্রীপুর পৌরসভা কার্যালয়ে ২০২১-২২ অর্থবছরের ৬৪,৫৭,৭৫,৮১০/- টাকা বাজেট ঘোষনা করেন পৌর মেয়র মো. আনিছুর রহমান।

পৌর মিলনায়তনে জনাকীর্ণ অনুষ্ঠানে শ্রীপুর পৌরসভার সচিব, সরকার দলিল উদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় বাজেট ঘোষণা করা হয়। বাজেটে উল্লেখ করা হয়, রাজস্ব খাত বাবদ ১৫,৩৮,৬০,০০০/-টাকা, উন্নয়ন খাতে ৫,৫০,০০,০০০/- টাকা এবং প্রকল্প বাবদ ৪২,৯০,০০,০০০/- টাকা আয় ধরা হয়েছে।

এছাড়া নিজস্ব আয়ের উৎস হিসেবে বিভিন্ন প্রকার ট্যাক্স, লাইসেন্স, হাটবাজার, বাস-টার্মিনাল ইজারাসহ পৌরসভার বিভিন্ন খাত থেকে আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। ব্যয়ের খাত হিসেবে পৌরসভার মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ, অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ বিল পরিশোধসহ পৌরসভার বিভিন্ন উন্নয়ন খাতে ব্যায় ধরা হয়েছে।

চলতি ২০২১-২০২২ অর্থ বছরের সংশােধিত আয়-ব্যয় এর আলােকে পূর্ববর্তী ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করতে হয়। বিগত ২০১৯-২০২০ অর্থ বছরের প্রকৃত আয়-ব্যয় এর উপর ভিত্তি করে ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রস্তুত করা হয়েছে।

এসময় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র পৌরসভার প্যানেল মেয়র মো. আমাজদ হোসেন, কাউন্সিলর মো. আহমাদুল কবীর মন্ডল, মো. মাসুদ প্রধান, মো. সাহিদ সরকার, মো. কামরুজ্জামান মন্ডল, মো. রমিজ উদ্দিন, হাজী কামাল হোসেন, মো. হাবিুল্লাহ, মো. আলী আজগর, সংরক্ষিত মাহিলা কাউন্সিলর, মোছা. নাজমা আক্তার, মোছা. মমিনা খাতুন, মোছা. আফরোজা ইয়াসমিন, শ্রীপুর পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মো. ইদ্রিস আলী, এছাড়াও শ্রীপুরের বিভিন্ন সংঘঠন এবং গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধি, সমাজের বিভিন্ন শ্রেণী-পোশার মানুষ উপস্থিত ছিলেন

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ