খাগড়াছড়িতে বন্যার্ত মানুষের চিকিৎসা সেবায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে পানিবাহিত বিভিন্ন রোগের চিকিৎসা সেবা সহ বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পেইন চলাকালে জেলা সদরের বন্যা কবলিত বিভিন্ন এলাকার পাহাড়ি, বাঙালি বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষ সহ শিশুদেরকেও চিকিৎসা দিয়েছে সেনাবাহিনী।
এ সময় বন্যা কবলিত বেশিরভাগ রোগীই তাদের পানিবাহিত রোগের মধ্যে ডায়রিয়া, ফুড পয়জনিং, জ্বর, সর্দি কাশি ও অ্যাজমা রোগে আক্রান্ত হতে দেখা গেছে।
এসময় ফাইভ ফিল্ড এ্যাবুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মেজর আসিফ ও সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক মেজর মামুন সহ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপটেইন আতিয়া উপস্থিত থেকে চিকিৎসা সেবা দেন।
খাগড়াছড়ি সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের বটতলী হাই স্কুলের মাঠে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও ফাইভ ফিল্ড এ্যামবুলেন্স টিমের সদস্যরা।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ