ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

গাজী টায়ার কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ১২ ইউনিট

প্রকাশনার সময়: ২৬ আগস্ট ২০২৪, ১১:০৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৪, ১১:৫৩

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানায় ভয়াবহ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে‌ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট।

রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রুপসী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক( প্রশিক্ষণ) ল্যাফটেনেন্ট কর্ণেল রেজাউল করিম জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে গাজী টায়ার কারখানায় আগুন লাগে। মুহুর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, আড়াইহাজার, নরসিংদী, কাঞ্চন, হাজীগঞ্জ, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ কর‌ছে।

তিনি আরও জানান, আগুনের সংবাদ পেয়ে সেনাবাহিনী, র‌্যাব, পু্লিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। সর্বশেষ ১৪ জন‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, কয়েকজন লোক নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন নিখোঁজের স্বজনরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ