নাটোরের নলডাঙ্গায় বিবাদমান একটি পুকুরের মামলা নিয়ে সহকারী কমিশনার (ভূমি) দেয়া প্রতিবেদন পছন্দ না হওয়ায় আজ রোববার (২৫ আগস্ট) দুপুরে ইউএনও অ্যাসিল্যান্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় সংখ্যালঘুরা। নলডাঙ্গা ব্রিজের ওপরে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন একই এলাকার বাসিন্দা বুদ্ধদেব দাস, বিমল কুমার, সুখী রাণী ও বিনয় দাস।
নলডাঙ্গা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় কুমার ভট্টাচার্য বলছেন, কারও ব্যক্তিগত বিষয় নিয়ে সংখ্যালঘুর ব্যানারে মানববন্ধন করা উচিত হয়নি। প্রশাসনের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ এনে এ ধরনের মানববন্ধন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, আদালত একটা ভিপি পুকুরের বিচারাধীন মামলায় সহকারী কমিশনারকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। তিনি নিরপেক্ষ প্রতিবেদন দেয়ায় মানববন্ধনকারীদের পছন্দ হয়নি। শুরুতে তারা আর্থিক সুবিধা দিয়ে প্রতিবেদন পক্ষে নেয়ার চেষ্টা করে। নিরপেক্ষ প্রতিবেদন দেওয়ায় তারা সফল হতে না পারায় এ মানববন্ধন করেছে।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ