ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রূপগঞ্জে হত্যা মামলায় গাজীর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ 

প্রকাশনার সময়: ২৫ আগস্ট ২০২৪, ১৭:৫০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেপ্তার হওয়া সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় গোলাম দস্তগীর গাজীর কুশপুত্তলিকাদাহ করেন বিক্ষোভকারীরা।

আজ রোববার ২৫ (আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় বিক্ষোভ মিছিল শেষ করে গোলাকান্দাইল গোলচত্বরে এসে একপথ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহসভাপতি আজিজ মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি আনোয়ার সাদাত ছায়েম, আশরাফুল হক রিপন, আব্বাস উদ্দিন ভূঁইয়াসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে

গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকে গোলাম দস্তগীর গাজী আত্মগোপনে ছিলেন।

গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের মামলা, হামলা, বিভিন্নভাবে হয়রানি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনার অভিযোগ রয়েছে। এছাড়া গত ৫ আগস্ট দু্র্বৃত্তদের গুলিতে নিহত স্কুলছাত্র রোমানসহ আড়াইহাজার, সোনারগাও, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় ১০টি হত্যা রয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ