দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যায় আক্রান্ত মানুষের জীবন সুরক্ষায় সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদে মসজিদে মোনাজাত করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) জুম্মার নামাজের পর ইমামরা এ বিশেষ মোনাজাত করেন।
পৌরশহরের ইসলামী পাঠাগার মসজিদের ইমাম মাওলানা দেলোয়ার আমিনী বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের পানিবন্ধি হয়ে জীবন সংকটে পড়েছেন। তাদের জন্য আমরা আল্লাগপাকের কাছে দোয়া করেছি।
উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসেন জামী বলেন, আমাদের জগন্নাথপুরের পাইলগাঁও ইউরিয়ার নিম্নঞ্চলসহ দেশের ১১ জেলার লাখ লাখ মানুষ বন্যাকবলিত। ফলে এসব বানবাসি মানুষ চরম উদ্বেগ উৎকণ্ঠা আর দুর্ভোগে আছেন। তাদের জীবন সুরক্ষায় আর সবধরনের বালা-মুসিবত থেকে রক্ষায় আল্লাহপাকের দরবারে আমরা বিশেষ মোনাজাত করেছি। তিনি বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ