ফেনীর ফাজিলপুর এলাকায় দীর্ঘ ৪ দিন পানিবন্দি থাকার পর আজ শুক্রবার দুপুর ২টার দিকে জাহেদা আক্তার (৩৪) কে উদ্ধার করেছে স্বেচ্ছাসেবীরা। তিনি উত্তর ফাজিলপুর এলাকার লস্কর তালুকের বাসিন্দা।
পানিবন্দির তিক্ত অভিজ্ঞতা কথা বলতে গিয়ে তিনি বলেন, মঙ্গলবার থেকে পানি উঠতে শুরু করে বুধবার থেকে কিছু বুঝে উঠার আগে তা প্রকর আকার ধারণ করে আমাদের দোতালা বাড়ির এক তালা ডুবে দোতালায় ২টি সিড়ি পর্যন্ত ডুবে যায়। এতে আমাদের পরিবারের ৮ সদস্য পানিবন্দি হয়ে পড়ে, যার মাঝে ৩টি শিশু ছিল। যাদের একজনের বয়েস মাত্র ৩ বছর।
জাহেদা আক্তার আরও বলেন, ঘরে কোন খাবার ছিল না চারদিন পর্যন্ত অনাহারে ছিলাম। আজ উদ্ধার হয়েছি। বোটে ফাজিলপুর স্টেশন পর্যন্ত এনে দিয়েছে উদ্ধারকারীরা। সেখান থেকে এখন পরিবারের সদস্যদের নিয়ে মিরসরাইয়ে বারইয়ারহাট এলাকায় নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিব। ইন্টারনেট মোবাইল সংযোগ না থাকায় কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমাদের এলাকায় অনেক মানুষ অনাহারে আছে। তাদের খুব খাদ্যের প্রয়োজন। কেউ মারা গেলে পরিবার-পরিজনরা লাশ পানিতে ভাসিয়ে দিচ্ছেন।
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোহাম্মদ আনোয়ার বলেন, আমরা চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কিছু ত্রাণ নিয়ে ফেনীর বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের সাহায্য করার চেষ্টা করেছি। তবে ভিতরে এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না স্থানীয় লোকজন ও পর্যাপ্ত বোট না থাকায়। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী এলাকায় পানি থাকায় ত্রাণ বহন করে নিয়ে যেতেও সমস্যা হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ