ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সমন্বয়ক এবি যুবায়ের ও মোসাদ্দেক। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী কামরুল ইসলাম, আল আমিন, মনিরুল ইসলাম, আল আমিন সিয়ামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারত বিভিন্ন বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পরিকল্পিত বন্যার সৃষ্টি করেছে। এর ফলে আমাদের বাংলাদেশে কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। প্রয়োজনের সময় তারা বাঁধ দিয়ে পানি বন্ধ করে রাখে আর অসময়ে আমাদের ভাসিয়ে দিচ্ছে। আমরা ভারতের এমন পানি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ