খাগড়াছড়িতে আবারও বন্যা। এ নিয়ে গত ৫০দিনে চারবার ডুবলো চেঙ্গী ও মাইনি নদীর নিম্নাঞ্চালের সহস্রাধিক পরিবার। আজ বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে আবারও ভারী বর্ষণে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলা সদর, দীঘিনালা, পানছড়ি, রামগড়ের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ জনাব আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে শুকনা খাবার ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব শাহাদাত হোসেন।
চেঙ্গী নদীর পানি বুধবার কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলো থেকে পরিবারগুলো ফিরে গিয়ে ঘর পরিষ্কার কাজে ব্যস্ত ছিল। রাতে প্রচণ্ড ভারী বৃষ্টি হওয়ায় সকাল বেলায় উঠে দেখে আবারও পানি। ফের আশ্রয় কেন্দ্রে স্থান হয় পরিবারগুলোর। পৌরসভার মহিলা কলেজ সড়ক, সবজি বাজার, গঞ্জ পাড়া সড়ক, শান্তিনগর, শব্দ মিয়া পাড়া সড়ক খালপাড় এবং মুসলিম পাড়াসহ সাতটি সড়ক পানিতে থৈথৈ করছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ